December 30, 2024, 5:15 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় কর্মরত মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে আইসিটি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষনটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। প্রশিক্ষনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান। উল্লেখ্য যে, দেবহাটা উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং জাইকা’র অর্থায়নে আয়োজিত ৪ দিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষনটিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ৬ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অংশগ্রহন করেছেন।
Comments are closed.