February 17, 2025, 2:13 pm
দেবহাটা উপজেলার ৫টি এবং কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সর্বমোট ৬টি ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছে। ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, পারুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও নওয়াপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী জয়লাভ করেছেন। এদিকে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন (লাঙ্গল), ২নং বিষ্ণুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, ৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হক গাইন (নৌকা), ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের গোবিন্দ মন্ডল (নৌকা), ৫নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (নৌকা), ৬নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পাড়, ৭নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট (নৌকা), ৮নং ভাড়াশিমলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল হাসান, ৯নং মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হাকিম, ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র গাজী শওকাত হোসেন, ১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম আলীম আল রাজী (নৌকা) ও ১২ নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদাউস মোড়ল।
Comments are closed.