July 27, 2024, 3:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে: ইউএনও দেবাশীষ

দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে: ইউএনও দেবাশীষ

হোসেন ইমামঃ‘দুর্নীতি মুক্ত করবো দেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ’ শ্লোগানে নবজীবন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সততা সংঘ গঠন উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় নবজীবন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের সৎ, নিষ্ঠা,আদর্শ ও চরিত্রবান এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবজীবনের উদ্দ্যোগে এই কমিটি গঠন করা হয়। সততা সংঘ গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের ধারাবাহিক উন্নয়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে সফল করতে হলে আগে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। আর দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রত্যেকটি ভবিষ্যত প্রজন্মকে এক এক জন সৎ ও সুনাগরিক তথা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই উদ্যোগ গ্রহণ এবং দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে উল্লেখ করে তিনি বলেন সকলের সদিচ্ছা না থাকলে বা সমন্বিত উদ্দ্যোগ গ্রহণ না করলে কারো একার পক্ষে দেশ থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। দেশকে একটি সুশৃঙ্খল এবং টেকসই রাস্ট্রে পরিণত করতে হলে ছাত্র সমাজ তথা নবীনদের উৎসাহী করে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র গঠন, মানবিক, সামাজিক এবং সুশিক্ষাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে। তাই সুন্দর ও উন্নত জীবন গড়ার পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা, আদর্শে ও নীতিগতভাবে বড় করে তুলতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। নবজীবন ইন্সটিটিউিটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুর রব ওয়াাির্ছ, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম ও নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এ সময় নবজীবন ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবজীবন ইনস্টিটিউটের ছাত্র জাকারিয়া হোসেনকে সভাপতি ও সাবিহা খাতুনকে সম্পাদক করে সততা সংঘের ১১ সদস্যের একটি কমিটি এবং ৫সদস্যের একটি পরামর্শক কাউন্সিল গঠন ও শপথ বাক্য পাঠ করানো হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com