July 27, 2024, 7:22 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেশে করোনায় ঘণ্টায় ৩ জনের মৃত্যু

দেশে করোনায় ঘণ্টায় ৩ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুও ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে দেশে প্রতি এক ঘণ্টায় তিনজন করে করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ঘণ্টায় প্রায় দুজন মারা যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫০৭ জন। অর্থাৎ প্রতি দিন বা প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ৭২ জনের বেশি মানুষ মারা গেছেন। সেই হিসেবে প্রতি ঘণ্টায় তিনজনেরও বেশি লোক মারা গেছেন। এছাড়া এই এক সপ্তাহে শুধু ঢাকাতেই মারা গেছেন ৩১৯ জন, যা মোট মৃত্যু ৬৩ ভাগ। অর্থাৎ ঢাকায় দিনে প্রায় ৪৬ জন করে রোগী মারা গেছেন। ঘণ্টায় মারা গেছেন প্রায় দুইজন।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ হাজার ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন আগের দিনের চেয়ে রোগী শনাক্ত কমার পাশাপাশি শনাক্ত হারও কমেছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন প্রায় ৩৩ হাজারের মতো পরীক্ষায় ১৮ দশমিক ২৯ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। শনাক্তের এই হার ১৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৮ মার্চ এর চেয়ে কম ১৭ দশমিক ৬৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com