December 21, 2024, 4:21 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্প্রসারণ দরকার -সাতক্ষীরায় সেমিনারে বক্তারা

দেশে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্প্রসারণ দরকার -সাতক্ষীরায় সেমিনারে বক্তারা

বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ন অবদান রেখে আসছে। বাংলাদেশে হোমিও চিকিৎসার প্রসার ঘটানো হলে তা স্বাস্থ্য সেবায় নতুনমাত্রা যুক্ত হতে পারে। বিশ্বের দেশে দেশে হোমিও চিকিৎসার কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মঙ্গলবার সাতক্ষীরায় হোমিও গবেষণা পরিষদ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আয়োজকরা। বক্তারা বলেন হোমিও চিকিৎসার মাধ্যমে যেমন রোগ প্রতিরোধ সম্ভব তেমনি রোগের প্রতিকারও করা সম্ভব। তারা আরও বলেন এখন পর্যন্ত হোমিও চিকিৎসায় রোগীদের আর্থিক সাশ্রয় সবচেয়ে বেশি। সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলে বহু প্রকারের জটিল ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। এ জন্য বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসার সম্পস্রারণ করা দরকার। এতে মানুষ উপকৃত হবে। সমাজে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনাতার সৃষ্টি করতে হবে।সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষ ডা. আবদুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন কেন্দ্রিয় গবেষণা পরিষদ সভাপতি ডা. অপূর্ব কুমার দাস। এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুস আলি, ডা. আনিসুর রহমান, ডা.জাকির হোসেন, ডা. ইমান আলি, ডা. রাজিয়া সুলতানা, ডা. আরিজুল শরিফ রাজা প্রমূখ।

 


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com