দেড় কিমি পথ যেতে ঘুরতে হয় ৫ কিমি কলারোয়ার চারাবাড়ি-গড়িয়াডাঙ্গা পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের দাবি
- Update Time :
Sunday, July 21, 2019
-
214 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে গড়িয়াডাঙ্গা ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করা জরুরী ও জনগুরুত্বপূর্ণ বলে দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলারোয়া উপজেলার কেঁড়াগাছির সাথে সাতক্ষীরা সদর উপজেলার কয়েকটি গ্রামসহ বাশদাহের মধ্যবর্তী সংযোগ এ সড়কটি একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। তখন কাদাপানিতে একাকার হয়ে জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দেড় কিলোমিটার রাস্তার জন্য জনসাধারণকে ৫কিলোমিটারের অধিক পথ ঘুরে যাতায়াত করতে হয়। প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য সময় ও অর্থের অপচয়ে এই রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকা করণের দাবি তুলেছেন এলাকাবাসী।
কেঁড়াগাছি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, তলুইগাছার শিক্ষক ফারুক হোসেন, কেঁড়াগাছি বাজারের গ্রামডাক্তার মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ লাল মিত্রসহ অনেকে জানান, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ও সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের লোকজনের সুবিধার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণ করা সময়ের দাবি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।