February 5, 2025, 3:54 pm
দৈনিক পত্রদূত পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে সাংবাদিক আব্দুস সামাদকে। পত্রিকার সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তিনি ১২ জুলাই ২০২১ থেকে এ দায়িত্ব পালন করছেন। সাংবাদিক আব্দুস সামাদ ২০১১ সাল থেকে দৈনিক পত্রদূত পত্রিকার শহর প্রতিনিধি এবং পরবর্তীতে নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি ঢাকা থেকে প্রকাশিক ইংরেজি দৈনিক ‘দি বাংলাদেশ নিউজ’ ও অনলাইন নিউজ পোর্টাল সুবর্ণভূমি’র সাতক্ষীরা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক আব্দুস সামাদ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Comments are closed.