October 31, 2024, 3:11 am
প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শ্যামনগরের কালিনগরের আলেয়ার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এরপর থেকে আলেয়া তার প্রতিবন্ধী মেয়ে ফুলিকে নিয়ে মানবতার জীবন যাপন করতে থাকে। বিষয়টি গণমাধ্যম কর্মীদের চোখে দৈনিক পত্রদুতে খবর প্রকাশিত হয়। সেই খবরের সূত্র ধরে আজ রবিবার ১৭ নভেম্বর বেলা ১২ টার দিকে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম পূর্ব কালিনগর ও সেন্ট্রাল কালিনগর এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শন শেষে আলেয়া বেগম ও তার পরিবারকে ২ বান টিন নগদ ৬০০০ টাকা প্রদান করেন। এ সময় পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত মৃত এজাহার আলী গাজীর ছেলে সবেদ গাজীকে ১ বান টিন ৩ হাজার টাকা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টু প্রমুখ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আলেয়া বেগম ও তার কন্যা সন্তান প্রতিবন্ধী ফুলি ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি ঘর হারিয়ে মানবতার জীবন যাপন করায় তাদের দ্রুত ঘরবাধার জন্য এই টিন ও টাকা দেওয়া হলো। আগামী ২ মাসের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তার একটি ঘর দেওয়া হবে।
Comments are closed.