February 5, 2025, 10:57 am
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরেও সাতক্ষীরায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলে অঘোষিত বাস ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ বাস চলাচল। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে দূর-দূরান্তের যাত্রীরা। ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানসহ বিভিন্ন যানবাহনে তারা যাতায়াত করছেন। তবে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিআরটিসিসহ সীমিত সংখ্যক ট্রাক চলাচল করতে দেখা গেছে। এদিকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাতক্ষীরা টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে নেতৃবৃন্দের বৈঠকের পর প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরার অনেক বাস মিনিবাস বিভিন্ন স্থানে রাখা হয়েছিলো। চালকরাও ছিলেন অনেকে বাড়িতে। যে কারণে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল করেনি। দুপুরের পর থেকে বাস চলাচল শুরু হয়। শুক্রবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করবে বলে জানান তিনি।
Comments are closed.