December 13, 2024, 6:53 pm
জাতীয় : নিজের ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছে এক দেবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুমূর্ষু অবস্থায় দেবর মনিরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে, ওই গ্রামের মৃত সাদেকুর রহমানের ছেলে তাজুল ইসলাম দীর্ঘ ৬ বছর ধরে দুবাই থাকেন। তার দুই সন্তানসহ স্ত্রী বাড়িতেই থাকে। দেবর মনির দীর্ঘ দিন যাবৎ সাদেকুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। শনিবার রাতে সে ঘুমন্ত অবস্থার আপন ভাবিকে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। এ সময় নিজেকে রক্ষা করতে ভুক্তভোগী ধারালো ব্লেড দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনাটি জানতে পেরে বাড়ির লোকজন দ্রুত তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, লিঙ্গটি দেড় থেকে ২ সেন্টিমিটার পরিমাণ কাটা গেছে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে । তাকে এ হাসপাতালে আনলে অবস্থা খারাপ হওয়ায় আমরা ঢাকায় প্রেরণ করি।সাদেকুরে স্ত্রী জানান, আমার দেবর আমাকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এই কাজ করছি।স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসে জানান, ঘটনা সত্য। আমরা এলাকাবাসী সম্ভাব্য কোন অঘটনের আশঙ্কায় মহিলাকে নজরদারিতে রেখেছে।আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কোন লিখিত অভিযোগ পায়নি।
Comments are closed.