নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে অনলাইনে জমির খতিয়ান ও পর্চা প্রদান করা হচ্ছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে সেবা গ্রহীতাদের মধ্যে জমির পর্চা প্রদান করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, সচিব মো. আব্দুর রাজ্জাক ও সদস্য আব্দুস সামাদ সরদার।এ সময় আরো উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. লিমন খান।এ সময় তারা বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে অনলাইনে জমির পর্চা, খতিয়ান, এসএ খতিয়ান, ডিএস খতিয়ান, সিএস খতিয়ান গ্রহণ চালু করায় এই সেবা পেতে আর ভোগান্তি থাকবে না। আগে খতিয়ান বা পর্চা গ্রহণ করতে গেলে কয়েক দিন জেলা রেকর্ড রুমে ধরনা দিতে হতো। এখন আর সেই সুযোগ নেই।সরকার নিকটস্থ ইউডিসর মাধ্যমে খতিয়ান, পর্চার জন্য আবেদন গ্রহণের সুযোগ সৃষ্টি করায় মধ্যস্বত্বভোগীরা এখন আর সেই সুযোগ পাচ্ছে না। ফলে নির্ধারিত ফির বিনিময়ে ঘরে বসেই নিজের খতিয়ান, পর্চা গ্রহণ করা সম্ভব হচ্ছে। ফলে সাধারণ জনগণের কাছে সরকারের এই সেবা বেশ সাড়া ফেলেছে।