March 27, 2025, 4:18 pm
তারকা মা-মেয়ে নীনা গুপ্তা ও মাসাবা গুপ্তাকে শিগগিরই দেখা যাবে জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন সিজনে। এগুলো হলো— পঞ্চায়েত টু এবং মাসাবা মসাবা টু।
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’ বাস্তবের নীনা ও তার কন্যা মাসাবার জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। দ্বিতীয় সিজনের স্ক্রিপ্টের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মাসাবা।
২০২০ সালে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘পঞ্চায়েত’। গতবছর মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম এটি। নীনা গুপ্তা জানিয়েছেন তিনি এখন ‘পঞ্চায়েত টু’র জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রবিবার ‘পঞ্চায়েত’-এর বর্ষপূর্তি সেলিব্রেট করেন নিনা এবং নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন। নিজের গোটা টিমকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ভিডিও ক্যাপশনে লিখেছেন ‘গেটিং রেডি ফর দ্য নেক্সট সিজিন।’
‘পঞ্চায়েত’-এ নীনার চরিত্রের নাম মঞ্জু দেবী। যিনি গ্রামের পঞ্চায়েত প্রধান। কিন্তু সে স্বামী, সংসার, মেয়ের বিয়ে এইসব নিয়েই বেশি চিন্তিত। তবে সিজনের শেষে দেখা গেছে তিনি নিজের আসল অস্তিত্ব খুঁজে পেয়েছেন একজন পঞ্চায়েত প্রধান এবং একজন নারী হিসেবে।
Comments are closed.