October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
নবজীবনে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

নবজীবনে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরায় নবজীবনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায় “শিক্ষাবৃত্তি প্রদান কর্মসুচী” প্রকল্পাধীন শিক্ষাবৃত্তি বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় নবজীবন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ সকল শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। নবজীবন প্রোগ্রাম সেকশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবজীবন স্পন্সরশীপের প্রোগ্রাম ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, নবজীবনের প্রকাশনা সম্পাদক তসনীমুর রহমান ও প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বলেন অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হচ্ছে এটি নিশ্চয়ই যুগোপযোগী এবং একটি মহতী উদ্দোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ও উদ্দেশ্যকে সফল করতে তিনি ছাত্র-ছাত্রীদের অধ্যবসায়, নৈতিক চরিত্র গঠন, মানবিক, সামাজিক এবং শিক্ষা জীবনকে সুন্দর ও উন্নত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। তিনি বলেন তোমরা সঠিক লক্ষ্যে পৌছাতে পারলেই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এবং নবজীবনের এই লক্ষ্য ও উদ্দেশ্য সার্থক হবে, সাথে সাথে এর ধারাবাািহকতা বজায় থাকবে। তিনি বলেন নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ প্রতিরোধ,ইভটিজিংয়ের শিকার হলে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ সরকার তথা নবজীবন বিপদে আপদে সকল সময় তোমাদের পাশে থাকার পাশপাশপাশি অভিভাবকের দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন তোমাদের সুন্দর ভবিষ্যত ও উন্নত জীবন গড়ার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কঠোর ভাবে পড়াশুনা করতে হবে।তবেই তোমরা বাস্তব জীবনে সফল ও সুখী হবে।উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে এই আর্থিক অনুদান বিতরন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com