July 27, 2024, 3:58 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
নবজীবন এর উদ্দোগে সাতক্ষীরার কৃতি ফুটবলার প্রান্তিকে সম্মাননা প্রদান

নবজীবন এর উদ্দোগে সাতক্ষীরার কৃতি ফুটবলার প্রান্তিকে সম্মাননা প্রদান

সার্কভুক্ত দেশসহ বিশ্বের মোট ৩২টি দলের মধ্যে সম্প্রতি অনুর্ধ নারী-১৭ সুব্রত মুখার্জী গোল্ড কাপ টুর্নামেন্ট ভারতের দিল্লীস্থ আহমেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ৩২টি দলের মধ্যে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ বিকেএসপি এর নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এনিয়ে এবারের বিজয় ছিল বাংলাদেশের জন্য পর পর তৃতীয় বারের মত চ্যাম্পিয়নশীপ প্রাপ্তির এক গৌরবউজ্জল সাফল্য। আর এই সাফল্যের ধারাবাহিকতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বিষ্ময়কর বালিকা সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি। সে ইতিপুর্বেও বিভিন্ন জাতীয় পুরস্কার প্রাপ্তি ও নানা অর্জনের মধ্য দিয়ে সাতক্ষীরাকে ক্রীড়াঙ্গনে নতুনভাবে বিকশিত করেছে। প্রান্তি শহরের সুলতানপুরের খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মমতাজ খাতুন মীরার কন্যা। তার এই গৌরবগাথা সাফল্যকে মহিমান্বিত করতে সোমবার সকাল ১১টায় নবজীবন প্রধান কার্যালয়ে নবজীবন পরিবারের পক্ষ থেকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন নারী ফুটবলে প্রান্তির অর্জন অত্যন্ত আনন্দ এবং গৌরবের। আর এ গৌরব শুধুমাত্র সাতক্ষীরাবাসীর নয়, এটা গোটা বাংলাদেশের। তিনি বলেন গুনী এবং কৃতি মানুষের কদর না করলে সেদেশে গুনী মানষের জন্ম হয়না সুতরাং আমাদের উচিত এ সকল কৃতি খেলোয়াড় তথা গুনি মানুষদের পাশে দাড়ানো এবং নানা ভাবে সহযোগিতা ও উৎসাহিত করা। স্ব-স্ব অবস্থান থেকে এ ধরনের উদ্দোগ গ্রহণ করলে একদিকে যেমন দেশ ও জাতি উপকৃত হবে সাথে সাথে সাতক্ষীরায় আরো কিছু নবীন ও কৃতি খেলোয়াড়, কবি, সাহিত্যিক ও শিল্পীর জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান সেরা খেলোয়াড়ের পুরস্কারপ্রাপ্ত সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ সময় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিঞ্জপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com