January 15, 2025, 4:15 am
অনলাইন ডেস্ক: কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেন’র সাথে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। তিনি পদাধিকার বলে অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি। বৃহস্পতিবার (০৬ অক্টোবর)সকালে কলারোয়া উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার(ভূমি)মোঃ আব্দুল্লাহ আল-ইমরান,কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.মোঃ আব্দুল বারিক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী,পরিচালনা পর্ষদের রেজিস্টার্ড চিকিৎসক প্রতিনিধি ও কাজিরহাট কলেজের সহ.অধ্যাপক ডাঃ আশিকুর রহমান, অভিভাবক প্রতিনিধি ডাঃ মোশাররফ হোসেন,অভিভাবক প্রতিনিধি ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ অমিত কুমার পাল, হোমিওপ্যাথিক কলেজের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল আলম মুন্না ও হাসপাতালের স্টাফ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেন’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Comments are closed.