October 31, 2024, 3:12 am
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর,সাহিত্যিক,দার্শনিক,সুফী-সাধক হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র) এঁর নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম, আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা, অসংখ্য অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার খরচ যোগানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাবলিক কবরস্থান, সুপেয় পানির ব্যবস্থা সহ বিভিন্ন সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখা এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে আগত ব্যক্তিদের মেহমানদারীতে উজ্জল দৃষ্টান্ত স্থাপনকারী নির্লোভী ব্যক্তিত্ব আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র প্রথম বেছাল শরীফ উপলক্ষে আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র দিক নির্দেশনায় নলতা পাক রওজা শরীফে ৭ জুলাই বুধবার বাদ ফজর অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা আবু সাঈদ রংপুরী।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক কর্তৃক আলোচনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত বেছাল শরীফ অনুষ্ঠানে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ সাইদুর রহমান শিক্ষক।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুয়াজ্জিন মৌলভী খানজাহান আলী। অনুষ্ঠানে দুরুদ শরীফ পরিচালনা করেন নলতা আহ্ছানিয়া হাফিজী মাদ্রাসার প্রধান হাফেজ হাবিবুর রহমান।
প্রয়াত খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর প্রথম বেছাল শরীফ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পাক রওজা শরীফের বর্তমান খাদেম আলহাজ্জ আব্দুর রাজ্জাক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক, যুগ্ম-সম্পাদক ডা: নজরুল ইসলাম, কর্মকর্তা আনোয়ারুল হক, আলহাজ্জ ইউনুছ, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ একরামুল রেজা, খায়রুল হাসান, শফিকুল আনোয়ার রঞ্জু, শফিকুল হুদা, আনারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাবেক কর্মকর্তা আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ ডা.আকবর হোসেন, আলহাজ্জ ডা.আবুল কাশেম, আলহাজ্জ কাজী জিলানী, আলহাজ্জ গোলাম মুকতাদির সহ কেন্দ্রীয় ও শাখা মিশনের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও ভক্তবৃন্দ।
সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি সহ দেশ -বিদেশের অসংখ্য ভক্ত প্রয়াত খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর প্রথম বেছাল শরীফ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না হতে পারলেও যার যার অবস্থান থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-দরুদ বকশিস করেছেন বলে জানা গেছে।
Comments are closed.