February 11, 2025, 5:22 am
সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনয়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের উদ্যোগে সংবাদকর্মীদের সাথে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেজা তুজ জোহরা মিট দ্য প্রেস অনুষ্ঠানে পক্ষকালব্যাপী কর্মসূূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সামনে বিস্তারিত কর্মসূূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয় ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্য়ালয় চত্ত্বরে যেয়ে শেষ হবে। সকলকে যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, ধ্রুব’র সুপারভাইজার সোমা আইচ, মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা মহিলা সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার লঙ্ঘন, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ঘটনা প্রতিরোধ অসহায়, প্রান্তিক নারীর মানুষের সার্বিক সুরক্ষার বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।
Comments are closed.