March 18, 2025, 12:04 am
চিড়িয়াখানায় জন্ম নিলো ফুটফুটে দু’টি বাঘের বাচ্চা। কয়েকদিন পরই মা বাঘ মেরে ফেলে এক শাবককে। তারপরই বাকি দু’টি বাচ্চাকে সরিয়ে ফেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের বড় করার দায়িত্ব দেয়া হয় এক নারীকে। তিনি এখন নিজের বুকের দুধ খাইয়ে বাঘের বাচ্চা দু’টিকে লালন-পালন করছেন। ঘটনাটি ঘটেছে মিয়ানমারের এক চিড়িয়াখানায়।চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ মা বাঘের বাচ্চা-দু’টির করুণ দশা দেখে নিজ থেকেই এগিয়ে আসেন। যতদিন তাদের দাঁত না উঠছে ততদিন তিনি বুকের দুধ খাওয়াবেন।ঐ নারী বলেন, বাঘের বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর প্রস্তাবে আমি প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। কারণ এমন কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না। আমাকে চিড়িখানার কর্মচারিরা বেশ সাহস জুগিয়েছেন। প্রথম যেদিন এই দুই শাবককে দুধ খাইয়েছি, সেদিন মনে হয়েছিল আমার সন্তানকে খাওয়াচ্ছি। এখন আমি শাবকগুলোকে নিজের সন্তানের চোখে দেখি। তবে আপসোসের বিষয়, কয়েকদিন পর তাদের দাঁত উঠলে এই সুযোগ হারাবো।এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বিশ্বের নানা দেশে বিভিন্ন প্রাণীর বাচ্চাকে মানুষের দুধ পান করার ঘটনা ঘটেছে।
Comments are closed.