March 27, 2025, 4:40 pm
সাতক্ষীরা পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভায় পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আব্দুস সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘বিগত ৫ বছর ধরে আমরা দেখেছি সাতক্ষীরা পৌর সভায় বিএনপির মনোনীত মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পৌরসভার উন্নয়নে তেমন কিছুই আনতে পারেনি। কিন্তু নেত্রী তো দয়াশীল। তিনি সাতক্ষীরার প্রতি নজর রাখেন। এজন্য আগামী পৌরসভা নির্বাচনে একজন সৎ, নিষ্ঠাবান প্রার্থী হিসেবে শেখ নাসেরুল হককে মনোনয়ন দেন। এখন যদি পৌরবাসী নিজেদের ভাগ্যউন্নয়ন করতে চায় তাহলে আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করবে।’ আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার ১নং ওয়ার্ডের নাগরিকরা উপস্থিত ছিলেন।
Comments are closed.