নিরবকে বাঁচাতে এগিয়ে এলেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সাংসদ
- Update Time :
Wednesday, July 17, 2019
-
136 দেখা হয়েছে
চারতলা ভবন থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ও পেটের ভিতর রক্ত জমে গেছে নিরবের। সাতক্ষীরা কামালনগর এলাকার আল মামুন বাবুর পুত্র নিরব (১১)। ২বছর থেকে পিতৃহীন নিরব অসহায় হয়ে যন্ত্রনায় ছটফট করছে শিশু নিরব। ১৫ জুলাই বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অভিনয় ও মঞ্চশিল্পী মায়ার একমাত্র সন্তান নিরবকে ১নং ওয়ার্ড (পুরুষ) দেখতে যান টিভিনাট্য পরিচালক মুছা করিম। এসময় উপস্থিত ছিলেন বন্ধন টেলিমিডয়ার সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বন্ধন শিল্পী সংসদের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ফুল, সহ-সাংগঠনিক রায়হান উদ্দিন পান্নু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি