নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুই দিনের সফরে আগামীকাল ২৪ সেপ্টেম্বর সকালে বেনাপোল আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বেনাপোল স্থলবন্দরের সম্মেলনকক্ষে বেনাপোল স্থলবন্দরের উপদেষ্টা কমিটির সভায় এবং বিকাল সাড়ে তিনটায় ভোমরা স্থলবন্দরের সম্মেলনকক্ষে উপদেষ্টা কমিটির সভায় যোগদান করবেন।তিনি ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় মোংলা বন্দর পরিদর্শন, সকাল ১০টায় মোংলা বন্দর সম্মেলনকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা কমিটির সভায় যোগদান এবং বেলা দুইটায় বন্দর স্টাফিং শেডে মোংলা বন্দর সিবিএ এর অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। পরে প্রতিমস্ত্রী ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করবেন। তথ্য বিবরণী