October 31, 2024, 3:11 am
ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’র আমন্ত্রণে বাংলাদেশের সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের প্রতিনিধি দলের সাথে অভিজ্ঞতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কলকাতার বেলভেডেয়্যার এস্টেটে অবস্থিত উপমহাদেশের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার পরিচালক ড. কে কে কচুকোশী’র সভাপতিত্বে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’র লাইব্রেরিয়ান অমল সাহা, বিরল গ্রন্থ শাখার পরিচালক বই অখলাক আহমেদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাবেক সহ-সভাপতি মো. মহসীন হোসেন বাবলু, সহ-সভাপতি গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ তহিদুর রহমান ডাবলু, বরুণ ব্যাণার্জী, সাবেক সদস্য শওকত হায়দার প্রমুখ।
১৮৩৬ সালে প্রতিষ্ঠিত এই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ১৮৩ বছরে পদার্পন করেছে উপমহাদেশের মধ্যে সেরা লাইব্রেরির তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি। এই লাইব্রেরিতে বিভিন্ন ভাষায় ২০ লক্ষ বই ও ৫ লক্ষ পান্ডুলিপি রয়েছে। সোনার অক্ষরে লেখা পবিত্র কোরআন শরীফসহ ১২শ’ বছরের পুরনো বই সংরক্ষিত আছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সদস্যরা তাদের সাথে অভিজ্ঞতা আদান প্রদানের মধ্য দিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা অর্জনে সক্ষম হবে। মুক্ত জ্ঞান চর্চার মাধ্যম হিসাবে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার সাথে অভিজ্ঞতা বিনিময়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কলকাতার আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সাতক্ষীরার মানুষদের আরো বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলে বই প্রেমি সাধারণ মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হবে এবং কিভাবে বই কিভাবে রক্ষাণাবেক্ষন ও বই কিভাবে সংরক্ষণ করার কলাকৌশল বিষয়ে ষ্পষ্ট ধারনা সম্পর্কে জ্ঞান অর্জন করেন।
এসময় বাংলাদেশের সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের প্রতিনিধিদের লাইব্রেরির সকল বিভাগ ঘুরে দেখান কর্মকর্তারা। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইসহ কয়েকটি বাংলাদেশী বই তুলে দেন উপমহাদেশের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার পরিচালক ড. কে কে কচুকোশী’র হাতে। এসময় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’র কর্মকর্তা ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ১৩ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কলকাতায় দুই দিনের সফর শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ১৩ সদস্যের প্রতিনিধি দল দেশে ফিরবেন।
Comments are closed.