December 21, 2024, 2:27 pm
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার দিবাগত মধ্য রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে। শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎএর মালিক সম্রাট শাহজাহান শেখ ডাকের মাধ্যমে ১ হাজার ৭শ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১শ টাকায় মাছটি কিনে নেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪শ টাকায় বিক্রি করেন। মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বোয়াল সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।
Comments are closed.