January 15, 2025, 5:59 am
শ্যমনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এসএম রবিউল ইসলাম পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীসহ সুন্দরবন বাজারে মিষ্টি বিতরণ করেন। পদ্মা সেতু তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ মিস্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক মো. সালাউদ্দীন আহমদ, অভিবাহক সদস্য জিএম সুজন আহমেদ, মো. আজিমুল হক (বকুল), মো. সাব্বীর আহমেদ, মোছা. তাহমিনা বেগম, সাংবাদিক রাকিবুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসলাম আহমেদ। এ সময় ছাত্র-ছাত্রীরা পদ্মা সেতু ও জাতীয় স্লোগান দিয়ে মিষ্টমুখ করেন।
Comments are closed.