January 15, 2025, 10:05 am
জাতীয় পার্টি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
১৪ জুলাই বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, পদ্মপুকুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রবিউল ইসলাম, ছাত্র সমাজের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জিল্লুর রহমান প্রমুখ। বক্তব্য পর্বের পর দোয়া পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক।
Comments are closed.