September 9, 2024, 12:08 pm
শহরের ইটাগাছা হাটের মোড়ে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালামের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু আব্দুস সালাম সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুস সুবহানের ছেলে। সে সাতক্ষীরা বড়বাজার সংলগ্ন হাটের মোড়ে আবুল হোসেনের চটপটির দোকানে ১৫ বছর ধরে কাজ করতো।২৯ আগষ্ট বৃহষ্পতিবার সন্ধা সাড়ে সাতটার দিকে দোকানে কর্মরত অবস্থায় কেরোসিনের চুলা বিস্ফোরণে সে দগ্ধ হয়। অগ্নিদগ্ধ আব্দুস সালামকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে খুলনা ২৫০ শর্যা বিশিষ্ট হাসপাতাল সর্বশেষ ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তিকরা হয়।চটপটির দোকানদার টিটু জানায়, ১৫ বছর ধরে সালাম তাদের দোকানে কাজ করতো। নিজের ভাইয়ের মগ সম্পর্ক তার সাথে। দুর্ঘটনার সাথে সাথে তারা সালামকে চিকিৎসার সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না।ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে কর্মরত ডাক্তার জানান, তার শরীরের ৫০ ভাগের বেশি বান্ট হয়ে ছিল। সালামের মৃত্যু দেহ ঢাকা থেকে সাতক্ষীরায় নিজ বাড়িতে আনা হচ্ছে।
Comments are closed.