সাতক্ষীরা সদরের গাংনিয়ায় ৫ মাস বয়সী শিশু দীপ মন্ডলের ব্যয়বহুল চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন অসহায় মা টুক্কি মন্ডল।প্রতিবেদক জানান, প্রত্যেক দিন ভোমরা ইউনিয়নের গাঙনিয়া ব্রিজের উপর এলাকাবাসীর সহযোগিতায় গ্রামের ১০-১২ জন স্বেচ্ছাসেবক রাস্তার চলন্ত মটর সাইকেল, মহেন্দ্র,ইঞ্জিন ভ্যান দাড় করিয়ে বাচ্চাটির চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়। কিন্তু পথচারীরা যে ২০-৫০ টাকা সাহায্য করেন তাতে বাচ্চাটির চিকিৎসা খরচ যোগাড় করা সম্ভব হচ্ছেনা। বিরল রোগে আক্রান্ত শিশুটির মা ও পিতা সিদাম মন্ডল প্রতিবেদক কে বলেন, জন্ম থেকে বাচ্চাটির মাথায় পানি জমতে থাকে,যতদিন যাচ্ছে ততই মাথা বড়ো হচ্ছে।তিনি তার শিশু বাচ্চাটির উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার মানব দরদী জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিভিল সার্জন সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিক দের সহযোগিতা কামনা করেছেন।সাথে সাথে সমাজের ধনী মানুষদের কে শিশু বাচ্চাটির জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।স্ব হৃদয়বান ব্যক্তিরা অসহায় পরিবারের সাথে যোগাযোগ করতে 01763–817238 নাম্বারে ডায়াল করতে পারেন।