ডেস্ক :সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, দীপক মন্ডল, উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ, কৃষি অফিসার এইসএমএ জাহাঙ্গীর আলম, ডাঃ সুজন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অবঃ অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার প্রমুখ। সভায় আসন্ন ১২ আগস্ট পবিত্র ঈদুল আযাহা উৎসব সহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ ভাবে পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।