March 20, 2025, 12:10 pm
মাদকের ডিলার নামে পরিচিত মিঠু (২৪) কে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। সে যুগিপুকুরিয়া গ্রামের মৃত সোজা উদ্দিনের ছেলে। জানা যায়, মাদক স¤্রাট মিঠু বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ি থেকে পাটকেলঘাটা বাজারে আসার পথে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটক মিঠুর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। সে দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় ফেন্সিডিল এবং ইয়াবা বিক্রি করে আসছিল। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারের ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সত্যতা নিশ্চিত করেছেন।
Comments are closed.