October 31, 2024, 3:11 am
পাটকেলঘাটা থেকে ৬৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর একটি দল পাটকেলঘাটা থানার ইসলামলকাটি মোড় থেকে ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোন সেট ও দুটি সিম কার্ড আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সদর উপজেলার আলীপুর পূর্বপাড়া হাফিজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ রনি (৩২)।র্যাব জানায়, পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের ইসলামকাটি মোড় এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে কতিপর ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি চৌকসদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান ৬৭০ বোতল ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ও দুটি সিম কার্ড।র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
Comments are closed.