February 17, 2025, 6:33 pm
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে হালিমা নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাজনা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি ধান ভিজানোর জন্য নির্মিত হাউজের উপর উঠে খেলা করছিলো। সবার অলক্ষ্যে খেলার ফাঁকে এক সময় শিশুটি ওই হাউজের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরসকাটি বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.