March 28, 2025, 8:42 am
শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। ২ দিনের সরকারি এই সফরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি নেতৃত্ব দিচ্ছেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ,মোজাফফর হোসেন এমপি, বেগম শিরীন আহমেদ এমপি, বেগম সেলিমা আহমেদ এমপি, বেগম হাবিবা রহমান খান এমপি, প্রকৌশলী সমীর রঞ্জনসহ উক্ত মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
Comments are closed.