July 27, 2024, 4:04 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
পুরাতন সাতক্ষীরায় সম্পত্তি জবর দখলের অভিযোগ

পুরাতন সাতক্ষীরায় সম্পত্তি জবর দখলের অভিযোগ

Sopone Das : পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তির কোবলাকৃত ৪১ শতক জমি গায়ের জোরে জবর দখল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মুনজিত এলাকার মৃত মীর হাসান আলীর ছেলে মীর তাজুল ইসলাম রিপন, পুরাতান সাতক্ষীরা দক্ষিণপাড়া এলাকার আব্দুস সাত্তরের ছেলে সায়েম ও সেলিমসহ অজ্ঞাত নামা ৩/৪ জন শনিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঘোষপাড়া এলাকায় হাবিবুর রহমানের ৪১ শতক জমি উপর পাকাঘর তৈরী করার জন্য পিলার স্থাপন করিতে থাকে। এতে তিনি বাধা দেয়ায় পুরাতন সাতক্ষীরার মধূ ও আকবর নামের দুই জন সাক্ষীর সামনেই উল্লিখিত বিবাদীরা তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করেন এবং খুন জখম করতে উদ্যত হন। এক পর্যায়ে তারা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, এর আগেও তারা ওই জমি জবর দখলের চেষ্টা করলে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা করা হয়। মামলা নং-৪৫/১৯। উক্ত মামলায় আদালত বিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীরা ওই জমি জবর দখল করার চেষ্টা করলে তিনি থানায় উক্ত অভিযোগটি দাখিল করেন। বিবাদীরা যাহাতে উক্ত জমিতে কোন প্রকার কাজ না করতে পারেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সদর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে মীর তাজুল ইসলাম রিপন জানান, তিনি গত ৬ মাস পূর্বে এই জমিটি ক্রয় করেছেন। আজ তা দখল নিতে গিয়েছিলেন। তিনি আরো জানান, এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে কয়েকদফা বসাবসিও হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com