January 18, 2025, 1:26 am
সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার ৩ জনসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ২৫ পিচ ইয়াবা, ৫৩ বোতল ফেন্সিডিল ও চোরাকারবারে ব্যবহারিত ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে।মঙ্গলবার(১৫ অক্টোবর)সন্ধ্যা থেকে আজ বুধবার(১৬ অক্টোবর)সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৫ জন,তালা থানা থেকে ১ জন,কালিগঞ্জ থানা থেকে ২ জন,শ্যামনগর থানা থেকে ৪ জন,আশাশুনি থানা থেকে ১ জন,দেবহাটা থানা থেকে ৫ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সদর ও কলারোয়া থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ২ টি মামলা হয়েছে।
Comments are closed.