October 6, 2024, 9:59 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
পুলিশ সুপারের গাড়ি উল্টে দেহরক্ষী নিহত, এসপি-এএসপিসহ আহত ৩

পুলিশ সুপারের গাড়ি উল্টে দেহরক্ষী নিহত, এসপি-এএসপিসহ আহত ৩

দেশের খবর : ফেনী জেলা পুলিশ সুপার মো. নুরুন্নবীর গাড়ি উল্টে তার গানম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপারসহ আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বোগদাদিয়া থানা পরিদর্শন শেষে ফেরার পথে পুলিশ সুপার মো. নুরুন্নবীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পুলিশ সুপার মো. নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, গাড়িচালক মং সাই ও গানম্যান আজহার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজহারকে মৃত ঘোষণা করেন।ফেনী মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আহতদের শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com