February 11, 2025, 4:20 am
তরিকুল ইসলাম তারেক: ঝিনাইদহের মহেশপুরে পৃথকসড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম ও খালিশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হচ্ছিল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০)। এসময় ঢাকা থেকে জীবননগর গামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রীজ এলাকায় গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) নিহত হয়। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সেজিয়া এলাকায় ভারতীয় গরু বোঝাই পিকাপ উল্টে ঝিনাইদহের সবুজ নামে এক ড্রাইভার মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments are closed.