September 13, 2024, 2:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
পেঁয়াজের চেয়ে ফল সস্তা

পেঁয়াজের চেয়ে ফল সস্তা

সাতক্ষীরায় এখন ফলমূলের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। শহরের বড় মোকাম সুলতানপুর বড় বাজারে রোববার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-৪০ টাকা কেজি দরে। আর পঁচা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ টাকা দরে।একই বাজারে ফলমূলও বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে কোনো ফলের দাম পেঁয়াজের চেয়ে বেশি নয়। আনার (ডালিম) বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০-২২০ টাকা, আপেল ১১০-১৩০ টাকা, আঙ্গুর ১৮০ টাকা, কমলা লেবু ১২০ আর পেয়ারা ৪৫ টাকা।Satkhira-2

ফল ব্যবসায়ী তুহিন জানান, বর্তমানে পেঁয়াজের চেয়ে ফলমূলের দাম অনেক কম। কোনো ফলের দাম প্রতি কেজি ২৪০ টাকা নেই। সর্বোচ্চ দাম ডালিমের, ২০০-২২০ টাকা কেজি।অপরদিকে, বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি করছি ২১০-২২০ টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৩০-৪০ টাকা দরে। বাজারে পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বেশি। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে যাবে।

Satkhira-2


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com