October 31, 2024, 3:11 am
পৈত্রিক সম্পত্তি নিয়ে পরিকল্পিতভাবে ভাইকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে অন্য দুইভায়ের বিরুদ্ধে। এঘটনায় ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ দিলেও সেটি মিমাংসা করার প্রতিশ্রুতিতে মামলা রেকর্ড না করার জন্য চাপ দেন স্থানীয় এক প্রভাবশালী। অথচ ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও মিমাংসা না করে উল্টো ভুক্তভোগীকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে জানিয়ে কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র সাতক্ষীরা শহরের একটি হোটেলের কর্মচারী আলমগীর হোসেন।আহত আলমগীর হোসেন জানান, তিনি জীবিকার তাগিদে সাতক্ষীরা শহরের একটি হোটেলে কাজ করেন। কিন্তু শারিরীক অসুস্থ্যতার কারণে বাড়িতে গেলে গত ২৮ জুন ২০১৯ তারিখে তার অন্য ভাই সাহাজান ও আলামিন তার যাতায়াতের পথ আটকানোর চেষ্টা করে। এতে বাধা দিলে আলমগীর কে হত্যার উদ্দেশ্যে লোহার রড, শাবল দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে বাঁধা দিতে গেলে আলমগীরের স্ত্রীকেও মারপিট করে ওই দুইভাই। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় প্রতিকার চেয়ে আলমগীর কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রভাবশালী তাদের মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতিতে মামলা রেকর্ড না করার অনুরোধ জানায় থানা পুলিশকে। কিন্তু ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন মিমাংসা করা হয়নি। উল্টো ওই ভাইয়েরা আলমগীরকে বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এঘটনায় তিনি আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন
Comments are closed.