December 9, 2024, 8:17 pm
আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের জন্য দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
শুক্রবার গণভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকাও যুক্ত করা হয়েছে।
Comments are closed.