January 15, 2025, 12:03 pm
ডেস্ক: সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়। প্রায় দেড়ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাসী করে ২ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়। এ সময় হোটেল থেকে বিপুল পরিমান কনডম ও গাঁজা উদ্ধার করা হয়। হোটেলটি পরিচালনা করেন পৌর যুবলীগ মাহি ও নান্টু গ্রুপের সভাপতি তুহিনুর রহমান তুহিন।গ্রেপ্তারকৃতরা হলো যশোরের মনিকতলা এলাকার রাসেল উদ্দিনের স্ত্রী সৃষ্টি আক্তার লতা (২৩), কলারোয়ায়ার কাজিরহাটের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনার জিরো পয়েন্টের আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), ইটাগাছার আতিয়ারের ছেলে শাহিনুর (৩৪), একই এলাকার রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলার রফিকুলের ছেলে রনি (২৩), ইটাগাছার আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), গগেরকান্দার রফিকের ছেলে ইব্রাহিম ওরফে রাজা। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে তাদের উক্ত পরিচয়ং জানিয়েছে। যাচাই বাছাই চলছে বলে পুলিশ জানায়। —
Comments are closed.