March 15, 2025, 10:46 pm
স্টাফ রিপের্টার: করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। প্রতিদিনের মতো শনিবার (৮ মে) রাতে শহরের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ও অসহায়-দুস্থ পরিবার খুঁজে খুঁেজ এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবতো সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন ‘করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আমি প্রথম থেকেই আছি এবং থাকবো। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র এ রমজানে জেলার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।’
Comments are closed.