November 2, 2024, 8:41 pm
ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে শিবির সংশ্লিষ্ঠতার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে তার বিরুদ্ধে শিবির সংশ্লিষ্ঠতার অভিযোগ সম্বলিত পোস্ট দেওয়া হয়েছে। এঘটনায় সভাপতি মিজানুর রহমান প্রতিকার চেয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ৮৭৬।সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি স্বাক্ষরিত একপত্রে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে চাঁদনীমুখা গ্রামের রুপচানের পুত্র মিজানুর রহমানকে মনোনীত করেন। এ ঘটনার পর মিজানুরকে শিবিরের অর্থদাতা হিসেবে উল্লেখ করে চাঁদার রশিদসহ ফেসবুকে কয়েকটি পোস্ট দেওয়া হয়।মিজানুর তার জিডিতে উল্লেখ করেছে বর্তমানে তার বয়স ২৩ বছর। শিবিরের যে ভর্তি ফরম ফেসবুকে দেওয়া হয়েছে, সে সময় তার বয়স ছিল ১০ বছর। ১০ বছরের একজন নাবালক হিসেবে তিনি কিভাবে শিবিরের সদস্য হলেন সেটা তার বোধগম্য নয় বলে জিডিতে উল্লেখ করেছেন। জিডিতে তিনি আরো বলেন, বিভিন্ন আইডি হতে উদ্দেশ্য প্রণোদিত পোস্ট আপলোড করছে। বিষয়টি তার অগোচরে হওয়ায় তিনি প্রতিবাদ করার উপায় খুজে পাচ্ছেন না। সে কারণে তিনি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করার আবেদন করেছেন।মিজানুরের দাবী, তার পরিবারের সদস্যরা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমার সেঝ ভাই মৃত. আব্দুর রউফ গাবুরা ইউনিয়নের আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন। একটি মহল তাকে সামাজিক, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
Comments are closed.