প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের সাথে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের সৌজন্য সাক্ষত
- Update Time :
Thursday, September 26, 2019
-
224 দেখা হয়েছে
- নিজস্ব প্রতিনিধি: নৌ পরিবহন ও স্থল বন্দর প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের সদস্যরা সৌজন্য সাক্ষাত করেন। মঙ্গলবার বিকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের পক্ষে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের আহবায়ক এজাজ আহমেদ স্বপন। ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশন সম্পর্কে এসময় তিনি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল হান্নান, আব্দুল মতিন, সামসুদ্দীন গজনী বাবলু, আব্দুর রহিম, নুরুল ইসলাম, বিকাশ চন্দ্র, আব্দুল খালেক, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, আসানুল্লাহ প্রমুখ।