February 26, 2024, 11:56 pm

প্রধানমন্ত্রীর জনসভা শেষে বাড়িতে ফেরার পথে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর জনসভা শেষে বাড়িতে ফেরার পথে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

খুলনা: খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান শেষে বাড়িতে ফেরার পথে দাকোপের নলিয়ানে লঞ্চ ঘাটে নামার সময় শিবসা নদীতে পড়ে দেবদাস মন্ডল (৫১) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার একদিন পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে শেখ হাসিনার জনসভায় যোগ দেওয়ার জন্য সুতারখালী ইউনিয়নের দক্ষিণ নলিয়ান গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত নৃপেন মন্ডলের পুত্র দেবদাস মন্ডল এলাকার অন্যদের সাথে লঞ্চযোগে খুলনায় যান এবং জনসভায় যোগদান করেন। সভাশেষে তিনি নেতা কর্মী ও অন্যদের সাথে আবার নির্ধারিত লঞ্চে ওঠেন। আনুমানিক রাত সাড়ে ৮ টার সময লঞ্চটি সুতারখালীর নলিয়ান পল্টুনে ভেড়ে। তখন লঞ্চ থেকে পল্টুনে নামতে গিয়ে পা পিছলে শিবসা নদীতে পড়ে যান। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, স্থানীয় ক্যাম্পের কোষ্টগার্ড ও ডুবুরিরা নিরন্তর চেষ্টা চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে নিখোঁজ দেবদাসের লাশ নলিয়ান পল্টন এলাকায় ভেসে ওঠে। নিহতের লাশ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা সনাক্ত করে এবং থানায় পুলিশকে জানানো হয়। এ বিষয়ে সুতারখালী ইউনিয়নে বিটপুলিশের দায়িত্বে থাকা দাকোপ থানা এসআই রবিউল ইসলাম জানান, ভেসে ওঠা লাশটি নৌ পুলিশ, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও দাকোপ থানা পুলিশের সহাতায় উদ্ধার করে থানায় আনা হয়। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited