December 30, 2024, 5:09 pm
বুয়েটে নিহত আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেছেন, আবরারের হত্যাকাণ্ডকে নিয়ে কেউ রাজনীতি করুক এটা আমরা চাই না। আমাদের চাওয়া তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সঠিক তদন্তের মাধ্যমে সাজা নিশ্চিত করা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় গ্রামের বাড়ি রায়ডাঙ্গায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা খুশি। খুনিদের সঠিক বিচার হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।তিনি বলেন, আবরারকে কেন হত্যা করা হয়েছে তা আমরা জানি না। হত্যার পর বিষয়টি ভিন্নখাতে নিয়ে এটিকে ধামাচাপা দিতে তার রাজনৈতিক পরিচয় দেওয়া হয় যে সে শিবির করে। বিষয়টি আদৌও ঠিক নয়।আবরার এখন আমার একার সন্তান নয় উল্লেখ করে বরকতুল্লাহ বলেন, আবরার সারা দেশের মানুষের সন্তান। এখন কোনো সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। ছাত্ররা যেসব যৌক্তিক আন্দোলন করছে তা বাস্তবায়ন হওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, দেশের সেরা বিদ্যাপিঠগুলো যদি নিরাপদ না হয় সেখানে কেউ সন্তান দিতে চাইবেন না। তাই সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে।
Comments are closed.