December 26, 2024, 1:16 pm
ফেসবুকের কল্যাণে গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামের মেক্সিকোর এক তরুণী প্রেমের টানে সাত সমুদ্র তের নদী পেরুয়ে অবশেষে বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসলেন জামালপুরে। ঐ তরুণী খিৃস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামের আলহাজ নজরুল ইসলামের ছেলে রবিউল হাসান রুমান(২৯) কে বিয়ে করে বাড়িতে অবস্থান করছেন। গ্লাডিস নাইলি টরিবিও মরালেস ইসলাম ধর্ম গ্রহণ করায় বর্তমানে মোছা. লাইলী আক্তার নামে পরিচিতি লাভ করেছেন। ঐ নবদম্পতি বিশেষ করে মেক্সিকান তরুণীকে এক নজর দেখার জন্য নারী-পুরুষ সবাই বাড়িতে ভিড় জমাচ্ছেন। এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, সবকিছুর ঊর্ধ্বে পবিত্র প্রেম। প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছে। এ যেন লায়লী মজনু-শিরি ফরহাদকে হার মানিয়েছে। তাদের প্রেমের স্বার্থক হয়েছে।
Comments are closed.