বিশ্বকাপের শেষ বল খেলার আগে বাংলাদেশের কথা ভেবেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের শেষ ৩ বলে ২ রান দরকার ছিল। বড় শট খেলতে গিয়ে মিড উইকেট অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওই বাজে শটের কারণে বাংলাদেশ হেরে যায়।স্টোকস বলেছেন, আমি শুধু ২০১৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সেই ম্যাচটির (ভারতের বিপক্ষে) কথা চিন্তা করেছি। তাদেরই একই পরিস্থিতি ছিল এবং তাদের খেলোয়াড় (মুশফিক) বল আকাশে তুলে দিয়েছিল। আমি যা ভেবেছি তা হলো, আউট হওয়া যাবে না। খেলায় থাকার চেষ্টা করা এবং রান নেয়া যাতে ম্যাচটা অন্তত সুপারওভারে যায়।রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টাই হলে তা সুপারওভারে গড়ায়। সুপারওভারও টাই হলে বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।