July 27, 2024, 1:01 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ফিংড়ী ইউনিয়নের খালে ৯৫ জায়গায় অবৈধ নেট-পাটা

ফিংড়ী ইউনিয়নের খালে ৯৫ জায়গায় অবৈধ নেট-পাটা

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের খালের ইজারা বাতিল ও খালের নেট-পাটা অপসারণের ঘোষণা দিলেও তা বাস্তব্য়নে কোনো পদক্ষেপ নেই ফিংড়ী ইউনিয়নে। প্রতিনিয়ত পত্র-পত্রিকায় নেট-পাটা অপসারণের সংবাদ প্রকাশিত হলেও তাতেও কোনো প্রতিক্রিয়া নেই বলে জানায় এলাকাবাসি। শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলা প্রশাসক অপসারণের ঘোষণা দেয়ার আগে খালে নেট-পাটা যে অবস্থায় ছিল এখনও সে অবস্থায় আছে। কোনো নেট-পাটা উঠানো হয়নি। প্রভাবশালীরা বহালতবিয়তে অবৈধ নেট-পাটা দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। ফলে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট এলাকার কৃষক। তারা না পারছে সব্জী চাষ করতে, না পারছে ফসল করতে। এ থেকে পরিত্রাণ পেতে অবৈধ নেট-পাটা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখার দরকার জানান এলাকাবাসী। ৩০ গ্রামের পানি যে সব খাল দিয়ে নিষ্কাশিত হয় সে সব খালে ৯৫ জায়গায় অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে। দেখার কেউ নেই। প্রশাসন ফিংড়ী ইউনিয়নের খালে নেট-পাটার বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সাংবাদিকদের জানান, ৪/৫ জন ব্যক্তির কারণে নেট-পাটা অপসারণ হচ্ছে না। ৪/৫ জন ছাড়া আর যারা নেট-পাটা দিয়ে মাছ চাষ করছে তাদের কথা প্রভাবশালীরা নেট-পাটা উঠায়ে নিলে আমরাও উঠায়ে নেবো। এলাকাবাসী আরো বলেন, কৃষকদের বাচাতে হলে খাল উন্মুক্ত রাখতে হবে। যাতে দ্রুত পানি নিষ্কাশিত হয়। জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ নেট-পাটা অপসারণের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ফিংড়ী এলাকাবাসী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com