December 22, 2024, 6:26 am
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত প্রতিবন্ধী- এতিম শিক্ষার্থী, নিঃসন্তান ও জলাবদ্ধতার ভিতরে বসবাস করা অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, সিদ্দীকী’স সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাজমুল শাহাদাৎ জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র, সবুজ চুলা ও হুইল চেয়ার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বোন শিরিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ, সবুজ চুলার উদ্ভাবক মোস্তাক আহমেদ সিদ্দিকী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করে বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সাবিনা দেশের যেমন সুনাম অর্জন করেছে ঠিক সেইভাবে সাতক্ষীরার মুখ উজ্বল করেছে। তাঁর ব্যস্ততম সময়ের ভিতরেও যে, সাবিনা অসহায় মানুষদের নিয়ে ভাবে আজকের অনুষ্ঠান সেটারি প্রমাণ রাখে।
Comments are closed.