December 30, 2024, 6:08 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সভায় মুজিববর্ষ ২০২০ উদযাপনে নানান কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সাধারণ সভা গত ১১ অক্টোবর-২০১৯ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা শাখার সহ-সভাপতি এমএ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ।জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার প্যাথল, সহ-সাংগঠনিক আহসান হাবিব, এড. নাসির উদ্দীন, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, সাহিত্য সাংস্বৃতিক ও ক্রীড়া সম্পাদক মাষ্টার আনোয়ার হোসেন, কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার,স্বাস্থ্য সম্পাদক ডা. খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দীন বকুল, বন ও পরিবেশ সম্পাদক কিয়ামুদ্দীন গাজী, মহিলা সম্পাদক লাকী বালা, আল ইকরাম সজিব, জামাল আহমেদ বাদল, ইদ্রিসুল ইসলাম পলাশ, হাফিজুল ইসলাম। শাখা পর্যায়ে আশাশুনি উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, তালা উপজেলা সভাপতি হামিদুজ্জামান সুজন, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুল কাদের, সদর উপজেলা সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম চৌধুরী। আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি, ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি প্রভাষক শিবপদ সরকার, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্দোপধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সভাপতি মুকুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সদরের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামিম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক রনি খান, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তালা উপজেলাসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্ন ইউনিট প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় মুজিব উৎসব পালনে বর্ষব্যাপী নানান কর্মসূচি গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com